রায়গঞ্জে চেয়ারম্যান পদে ৪৮ জনের মনোনয়নপত্র দাখিল
ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জের রায়গঞ্জের নয়টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৮ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১৯ ও সাধারণ সদস্য পদে ৪০৫ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপির নয়জন ছাড়াও উভয় দলের বিদ্রোহী ও স্বতন্ত্র এবং অন্যান্য দলের ৩০ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
আজ সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে উপজেলা রিটার্নিং কর্মকর্তা ইকবাল আখতারের কাছে এ মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।
চেয়ারম্যান পদে ধামাইনগর ইউনিয়নে চারজন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৫ ও সাধারণ সদস্য পদে ৪২ জন। সোনাখাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে সাতজন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ ও সাধারণ সদস্য পদে ৪৫ জন। ধুবিল ইউনিয়নে চেয়ারম্যান পদে ছয়জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন ও সাধারণ সদস্য পদে ৪২ জন।
ঘুড়কা ইউনিয়নে চেয়ারম্যান পদে পাঁচজন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন ও সাধারণ সদস্য পদে ৫১ জন। চান্দাইকোনা ইউনিয়নে চেয়ারম্যান পদে তিনজন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন ও সাধারণ সদস্য পদে ৫৬ জন। ধানগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে চারজন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ জন ও সাধারণ সদস্য পদে ৪৯ জন। নলকা ইউনিয়নে চেয়ারম্যান পদে ছয়জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ জন ও সাধারণ সদস্য পদে ৪২ জন। পাঙ্গাসী ইউনিয়নে চেয়ারম্যান পদে সাতজন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৬ জন ও সাধারণ সদস্য পদে ৪২ জন এবং ব্রহ্মগাছা ইউনিয়নে চেয়ারম্যান পদে ছয়জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন ও সাধারণ সদস্য পদে ৪৬ জন।
চেয়ারম্যান প্রার্থীরা হলেন ধামাইনগরে রাইসুল হাসান সুমন (আ. লীগ), গোলাম রব্বানী খান (আওয়ামী লীগ বিদ্রোহী), মোখলেছার রহমান (স্বতন্ত্র), ইমতিয়াজ আলী মাহমুদ (বিএনপি)।
সোনাখাড়ায় রণজিৎ কুমার মাহাতো (স্বতন্ত্র), আবু হেনা মোস্তফা কামাল (আ. লীগ), টি এম আবদুল মজিদ (স্বতন্ত্র), আবদুল কুদ্দুস মণ্ডল (বিএনপি), সাইফুল ইসলাম মুকুল (স্বতন্ত্র), আবদুল কুদ্দুস শেখ (স্বতন্ত্র), শহিদুল ইসলাম (স্বতন্ত্র)।
ধুবিল ইউনিয়নে আবদুল করিম রেজা (স্বতন্ত্র), হাসান ইমাম তালুকদার (বিএনপি), আবুল হাসেম সরকার (স্বতন্ত্র), আবদুল করিম সরকার (আ. লীগ), শরিফুল ইসলাম (স্বতন্ত্র), পারভীন খাতুন (স্বতন্ত্র)।
ঘুড়কায় আলহাজ্ব জিল্লুর রহমান সরকার (আ. লীগ), আবু সাঈদ ভূইয়া (বিএনপি), ওসমান গনি (স্বতন্ত্র), কে এম মেহেদী হাসান শহিদ (স্বতন্ত্র), সিরাজুল হক তালুকদার (স্বতন্ত্র)।
চান্দাইকোনায় আলহাজ আবদুল হান্নান খান (আ. লীগ), খোন্দকার শামিমুল হাসান (বিএনপি), আবু হানিফ খান (স্বতন্ত্র)।
ধানগড়ায় মীর ওবায়দুল ইসলাম মাসুম (আ. লীগ), শামসুল ইসলাম (বিএনপি), এস এম সরোয়ার্দী (স্বতন্ত্র), রুহুল আমিন জিহাদী (স্বতন্ত্র)।
নলকায় আবদুল জব্বার (স্বতন্ত্র), তারিকুল ইসলাম (স্বতন্ত্র), আব্দুল গফুর (বিএনপি), আবু বকর সিদ্দিক (আ.লীগ), আজাদুর রহমান তালুকদার (বিএনপি বিদ্রোহী), রোকেয়া রহমান (স্বতন্ত্র)।
পাঙ্গাসীতে আলমগীর কবির খান (আওয়ামী লীগ বিদ্রোহী), শামসুল ইসলাম ফকির (স্বতন্ত্র), মজিবুর রহমান মল্লিক (বিএনপি), আব্দুস সালাম (আ. লীগ), আলেয়া খাতুন (স্বতন্ত্র), সালাহ উদ্দিন শেখ (স্বতন্ত্র), মাহবুব আলম (স্বতন্ত্র)।
ব্রহ্মগাছায় আনিসুর রহমান (বিএনপি বিদ্রোহী), নাসির উদ্দিন মাহমুদ (আওয়ামী লীগ বিদ্রোহী), মফিজুর রহমান শামিম (স্বতন্ত্র), গোলাম সরওয়ার লিটন (আ. লীগ), আবুল কালাম আজাদ (বিএনপি), কামরুল হাসান শেখ (স্বতন্ত্র)।
রায়গঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা উজ্জল কুমার রায় এসব তথ্য নিশ্চিত করে জানান, ২৩ ও ২৪ ফেব্রুয়ারি যাচাই-বাছাই আর প্রত্যাহার আগামী ২ মার্চ। এরপর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।