বেড়ায় আ. লীগের বিদ্রোহী প্রার্থীর ছড়াছড়ি
পাবনার বেড়া উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪২ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮৬ জন এবং সাধারণ সদস্য পদে ৩১৭ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এঁদের মধ্যে আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী প্রার্থী রয়েছেন।
আজ সোমবার শেষ দিনে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।
পুরান ভারেঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদে এ এম রফিকুল্লাহ (আওয়ামী লীগ), বর্তমান চেয়ারম্যান কে এম মনজেদ আলী (বিএনপি), ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাশেম (আওয়ামী লীগ বিদ্রোহী) মনোনয়নপত্র জমা দিয়েছেন।
কৈটলায় চেয়ারম্যান পদে আনিসুর রহমান (বিএনপি) এবং শওকত হোসেন (আওয়ামী লীগ) মনোনয়ন জমা দিয়েছেন।
ঢালারচর ইউনিয়নে চেয়ারম্যান পদে আতোয়ার রহমান টিপু (বিএনপি), কোরবান আলী সরদারসহ (আওয়ামী লীগ) পাঁচজন।
চাকলায় চেয়ারম্যান পদে ফারুক হোসেন (আওয়ামী লীগ), মো. লুৎফর রহমান (বিএনপি) এবং সরোয়ার হোসেন (আওয়ামী লীগ বিদ্রোহী) মনোনয়ন জমা দিয়েছেন।
মাসুমদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে শামসুর রহমান সোমেজ (বিএনপি), মিরোজ হোসেন (আওয়ামী লীগ), বর্তমান চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম নেতা শহিদ (আওয়ামী লীগ বিদ্রোহী), তারেক বাবুসহ (বিএনপি বিদ্রোহী) পাঁচজন মনোনয়ন জমা দিয়েছেন।
হাটুরিয়া নাকালিয়ার চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন নুর মোহাম্মদ চাঁদ প্রামাণিক (বিএনপি), মোস্তাফিজুর রহমান (আওয়ামী লীগ) ও আবদুর রহিমসহ (আওয়ামী লীগ বিদ্রোহী) চারজন।
রূপপুরে চেয়ারম্যান পদে আবদুল গফুর বিন গাফ্ফার (বিএনপি), উজ্জ্বল হোসেন (আওয়ামী লীগ), বর্তমান চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু মোল্লাসহ (আওয়ামী লীগ বিদ্রোহী) ছয়জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নতুন ভারেঙ্গায় চেয়ারম্যান পদে মো. হাবিবুর রহমান বাচ্চু (বিএনপি), আমজাদ হোসেন (আওয়ামী লীগ), আবু দাউদসহ (আওয়ামী লীগ বিদ্রোহী) পাঁচজন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এছাড়া জাতসাখিনী ইউনিয়নে চেয়ারম্যান পদে মো. আব্দুল গনি ফকির (বিএনপি), রেজাউল হক বাবু (আওয়ামী লীগ), মিজানুর রহমান রানাসহ (আওয়ামী লীগ বিদ্রোহী) সাতজন মনোনয়নপত্র জমা দিয়েছেন।