শিক্ষা সমাপনী বৃত্তিতে গোপালগঞ্জে সেরা বীণাপাণি প্রাথমিক বিদ্যালয়
প্রাথমিক শিক্ষা সমাপনী বৃত্তি পরীক্ষায় গোপালগঞ্জ জেলায় সেরা শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে বীণাপাণি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে ২১ জন ও সাধারণ গ্রেডে চারজন বৃত্তি পেয়েছে। এ ছাড়া বিদ্যালয়টি থেকে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
আজ সোমবার সকালে জেলার মধ্যে প্রথম হওয়া বিদ্যালয়টি থেকে একটি আনন্দ মিছিল বের করেন শিক্ষার্থী ও শিক্ষকরা। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ বছর গোপালগঞ্জ জেলার মোট ৮২৯টি বিদ্যালয় থেকে ৩৬ হাজার পরীক্ষার্থী অংশ নিয়ে ৬৪১ জন বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ২০৫ জন, সাধারণ গ্রেডে ৪০৪ জন ও সম্পূরক কোটায় ৩২ জন বৃত্তি পেয়েছে। জেলায় প্রাথমিক শিক্ষা সমাপনীতে পাসের হার শতকরা ৯৯ ভাগ।