মানিকগঞ্জে পুলিশের অভিযানে আটক ৩৭
মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৭ জনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে সদর, সিংগাইর ও ঘিওর থানা পুলিশ তাদের আটক করে।
আজ মঙ্গলবার মানিকগঞ্জ গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. শাহীনুর আলম জানান, জেলায় যেকোনো ধরনের ধ্বংসাত্মক ও সহিংসতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে প্রায় প্রতিরাতেই পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বিএনপির পাঁচ কর্মী-সমর্থককে আটক করা হয়েছে। আর গ্রেপ্তারি পরোয়ানা ও নিয়মিত মামলায় আরো ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি জানান, আটক পাঁচ বিএনপি কর্মী-সমর্থক হলেন মনিরুজ্জামান ওরফে তোফাজ্জেল (৪৫), বাবু হোসেন (২৫), মো. শুকুর আলী নুনু (২৫), মো. সুমন খান (৬০) ও মো. আবুল হাসান মিয়া আবু (২৮)।