যশোরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত
যশোরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইউনুস আলী (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার পাঁচবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি, নিহত ইউনুসের বিরুদ্ধে ১১টি হত্যা, ২০টি ডাকাতি ও বেশ কয়েকটি চাঁদাবাজিসহ মোট ৪১টি মামলা রয়েছে। এ ছাড়া তিনি একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি।
যশোর পুলিশের মুখপাত্র জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সিনিয়র এএসপি) রেশমা শারমিন জানান, গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার পাঁচবাড়িয়া এলাকায় রজনীগন্ধা পাম্পের কাছে যশোর-মাগুরা মহাসড়কে একদল লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় তারা রাস্তায় গাছ ফেলে রেখেছিল। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ডাকাতরা পালিয়ে গেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইউনুস আলীকে গুলিবিদ্ধ ও মৃত অবস্থায় দেখতে পায়। এ সময় পুলিশ একটি রামদা, হাঁসুয়াসহ বেশ কয়েকটি দেশীয় অস্ত্র জব্দ করে।
ইউনুস আলী কেশবপুর উপজেলার বাসিন্দা। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।