অনুপ্রবেশের সময় বেনাপোলে আটক ৩৫
অবৈধপথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় বেনাপোলের বড় আঁচড়া ট্রেনলাইন সীমান্ত থেকে শিশু-নারীসহ ৩৫ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আজ মঙ্গলবার সকালে তাদের আটক করা হয়।
২৬ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল সমন্বিত চেকপোস্টের (আইসিপি) ক্যাম্প কমান্ডার সুবেদার আইয়ুব আলী সরকার বলেন, ভারত থেকে শিশুসহ বেশ কয়েকজন নারী-পুরুষ অবৈধপথে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে বলে গোয়েন্দা সূত্রে জানতে পারি। এ খবরের পরিপ্রেক্ষিতে সীমান্তের বড় আঁচড়া ট্রেনলাইন এলাকায় অভিযান চালিয়ে দুই শিশু, ১৯ নারী, ১৪ পুরুষসহ মোট ৩৫ জনকে আটক করা হয়।
বিজিবি তাদের অনুপ্রবেশ আইনে বেনাপোল পোর্ট থানায় পাঠিয়েছে বলেও জানান আইয়ুব আলী।
এ বিষয়ে আটক ছিদ্দিক মোল্লা জানান, তিনি একজন গরিব দিনমজুর; জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে ভারতে কাজ করেন। আজ সকালে দেশে ফেরার পথে বিজিবির সদস্যরা তাদের আটক করে।