নলছিটির পাঁচ ইউপিতে বিএনপির প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল
ঝালকাঠির নলছিটি উপজেলায় ১০ ইউনিয়নের মধ্যে পাঁচটিতেই বিএনপির মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীদের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
আজ বুধবার মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে ত্রুটিপূর্ণ থাকায় তাঁদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন।
মনোনয়নপত্র বাতিল হওয়া ব্যক্তিরা হলেন কুলকাঠি ইউনিয়নে এ বি এম মনিরুল ইসলাম, রানা পাশা ইউনিয়নে আবদুর রশিদ, সিদ্ধকাঠি ইউনিয়নে হাবিবুর রহমান মল্লিক, মোল্লারহাট ইউনিয়নে আবদুস সালাম ও দপদপিয়া ইউনিয়নে নাসির উদ্দিন। এ ছাড়া দপদপিয়া ইউনিয়নে ইসলামী আন্দোলনের জাকির হোসেন ও সিদ্ধকাঠি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আবদুস সাত্তারের মনোনয়নপত্র বাতিল করা হয়।
উপজেলার পাঁচ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীদের কোনো প্রতিদ্বন্দ্বী নেই বলে জানা গেছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন কুলকাঠি ইউনিয়নের এইচ এম আখতারুজ্জামান হাওলাদার, নাচনমহল ইউনিয়নের সিদ্দিকুর রহমান, মোল্লারহাট ইউনিয়নের কবির হোসেন, সিদ্ধকাঠি ইউনিয়নের জেসমিন আরা ওবায়েদ, রানাপাশা ইউনিয়নের মাসুদুর রহমান সালাম।
এদিকে, বিএনপি প্রার্থীরা অভিযোগ করেছেন, বৈধ কাগজপত্র জমা দেওয়ার পরেও আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ঢুকে তাঁদের মনোনয়নপত্রের বিভিন্ন কাগজ সরিয়ে ফেলেছেন। এর আগে মনোনয়নপত্র দাখিলের দিন গত ২২ ফেব্রুয়ারি আওয়ামী লীগের প্রার্থীরা বিএনপির প্রার্থীদের বাধা ও প্রকাশ্যে কাগজপত্র ছিনিয়ে নেন বলে অভিযোগ করে জেলা বিএনপি। বিএনপির চার ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র পুনরায় জমা নেওয়ার দাবি করেছেন।
নলছিটির উপজেলা নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, যাঁদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, তাঁরা জেলা নির্বাচন কর্মকর্তার কাছে তিনদিনের মধ্যে আপিল করতে পারবেন। আপিল শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। তাঁদের মাঝেই প্রতীক বরাদ্দ করা হবে।
তবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুর অভিযোগ করেন, নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের পরাজয় নিশ্চিত জেনে রিটার্নিং কর্মকর্তা ও পুলিশের যোগসাজশে কারসাজি করে বিএনপির প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হয়।
ইউপি নির্বাচনে ঝালকাঠিতে ৩১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১২৩ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৩২১ ও সাধারণ কাউন্সিলর পদে ১০২৬ জনের মনোনয়নপত্র বৈধ বলে নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর খান।