গাজীপুরে সুতার কারখানায় আগুন
গাজীপুর সদরে ভুরুলিয়ায় গত রাতে আফরোজ স্পিনিং মিলের তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত ৩টার দিকে লাগা এই আগুনে সুতা তৈরির যন্ত্র, তুলাসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. শাহীন আলম জানান, সোমবার দিবাগত রাত ৩টার দিকে ঘর্ষণজনিত কারণে কারখানার কার্ডিং মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা তুলায় ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা করে আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে মেশিন ও তুলা পুড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে তদন্ত না হওয়া পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি মো. শাহীন।