কোটচাঁদপুরে সব চেয়ারম্যান পদপ্রার্থী বৈধ
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ২২ মার্চ অনুষ্ঠিত হবে। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে এর মধ্যে চারটিতে জামায়াত নেতারা ও একটি আওয়ামী লীগ নেতা জয়ী হয়েছিলেন।
এবার এই পাঁচ ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ২৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল বুধবার মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন তাঁদের সবার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগ ও বিএনপি সব ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী দিয়েছে। জাসদ (ইনু) প্রথমবারের মতো দুটি ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী দিয়েছে।
সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা মাসুদুর রহমান ও মাহমুদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
অন্যদিকে একটি সূত্র জানিয়েছে, দলীয়ভাবে প্রার্থী দিতে না পারায় এবার জামায়াতে ইসলামী পাঁচ স্বতন্ত্র প্রার্থীকে সর্মথন দিয়েছে। এ ছাড়া এসব ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী পাঁচজন, আওয়ামী লীগ ও বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছেন চারজন।
নির্বাচন কমিশনের প্রাপ্ত তথ্যমতে, সাধারণ সদস্যপদে ১৮৫ জন এবং সংরক্ষিত মহিলা সদস্যপদে মোট ৫২ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে।
বয়স কম হওয়ার কারণে বলুহর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদপ্রার্থী মানিক মণ্ডল ও ১ নম্বর ওয়ার্ডের আবদুল হাকিমের মনোনয়নপত্র বাতিল হয়েছে। উপজেলার ১ নম্বর সাবদালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্যপদে একজনই মনোনয়নপত্র জমা দেন এবং তাঁর মনোনয়নপত্র বৈধ হয়েছে। নির্বাচন-সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী ৩ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে বেসরকারিভাবে নির্বাচিত হবেন তিনি।
আওয়ামী লীগ দলীয় প্রার্থীরা হলেন : এলাঙ্গী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মিজানুর রহমান খান, দোড়া ইউনিয়নে কাবিল উদ্দিন, কুশনা ইউনিয়নে আবদুল হান্নান, সাবদালপুর ইউনিয়নে নওশের আলী নাসির ও বলুহর ইউনিয়নে আবদুল মতিন।
বিএনপি দলীয় প্রার্থীরা হলেন : সাবদালপুর ইউনিয়নে মিজানুর রহমান লাবলু, দোড়া ইউনিয়নে মনিরুল ইসলাম মন্টু, কুশনা ইউনিয়নে মো. লিয়াকত হোসেন, বলুহর ইউনিয়নে সাইদুর রহমান ও এলাঙ্গী ইউনিয়নে আবদুর রাজ্জাক খান।
জাসদ মনোনীত প্রার্থীরা হলেন : দোড়া ইউনিয়নের মানিক মিয়া ও কুশনা ইউনিয়নে ওয়াহেদুজ্জামান।
যেসব জামায়াত নেতা এবার নির্বাচন করছেন : দোড়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আবদুর রাজ্জাক খান, কুশনা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শরিফুল ইসলাম টিটু, বলুহর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শাহ আলম।
তবে সাবদালপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জামায়াত নেতা আজগর আলী এবার নির্বাচন করছেন না। এ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তাফাকে এবং এলাঙ্গী ইউনিয়নে সাহাবুদ্দিন খানকে জামায়াত সমর্থন দিচ্ছে বলে একটি সূত্র জানিয়েছে।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা হলেন : সাবদালপুরে বিলায়েত হোসেন, কুশনায় জুলফিকার আলী, আতিয়ার রহমান, বলুহর আবুল কালাম আযাদ ও শরিফুল ইসলাম।
আ.লীগ ও বিএনপির বিদ্রোহী প্রার্থীরা হলেন : দোড়া ইউনিয়নে জাহিদুল ইসলাম, কুশনায় কে এ এম হেলাল এবং বলুহরে শাহজাহান আলী।