শ্রমিক বিক্ষোভে প্রাণ কারখানা বন্ধ
মজুরি বাড়ানোর দাবিতে নাটোরে প্রাণ অ্যাগ্রো লিমিটেডের কারখানায় শ্রমিকরা বিক্ষোভ ও ভাঙচুর করেছে। এরই পরিপ্রেক্ষিতে কারখানার উৎপাদন বন্ধ করার ঘোষণা দেয় কর্তৃপক্ষ।
আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত শহরের একডালা এলাকায় কারখানার বাইরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল রাত থেকে প্রাণের মসলা বিভাগের শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। কারখানার ভেতরে ও বাইরে তারা ভাঙচুর চালায়। প্রাইভেটকার, জানালার কাচ লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।
বিক্ষোভরত শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের সর্বনিম্ন বেতন ছিল তিন হাজার ৩০০ টাকা। সম্প্রতি মাত্র ৩০০ টাকা বেতন বাড়িয়েছে কর্তৃপক্ষ। এ ছাড়া ওভারটাইম শ্রমের জন্য তাদের দেওয়া হতো বেতনের ৬০ শতাংশ, এটা এখন কমিয়ে করা হয়েছে ৫০ শতাংশ।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, প্রাণ কোম্পানির সরবরাহ করা সবুজ রঙের পোশাক পরে কারখানার বাইরে শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবিতে স্লোগান দিচ্ছে।
কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাণ অ্যাগ্রো লিমিটেডের রাতের শিফটের শ্রমিকরা তাদের ন্যূনতম বেতন পাঁচ হাজার ৩০০ টাকা করার দাবিতে গতকাল রাতে কারখানায় বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে শ্রমিকরা কারখানায় ভাঙচুর চালায়। পরে কর্তৃপক্ষের আশ্বাসে পরিস্থিতি শান্ত হলেও আজ সকালের শিফটের শ্রমিকরা কারখানায় বিক্ষোভ বেগবান করে।
এ ব্যাপারে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মুন্সী শাহাবউদ্দিন বলেন, বিক্ষোভের খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। এ সময় শ্রমিকদের ইটের আঘাতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন।
ঢাকা থেকে যাওয়া প্রাণ অ্যাগ্রো লিমিটেডের পরিচালক ইলিয়াস মৃধা সাংবাদিকদের বলেন, ‘আমার বিশ্বাস, শ্রমিকরা এ কাজ করতে পারে না।বিক্ষোভে কেউ ইন্ধন দিচ্ছে।’