মংলায় ভবন ধসে আহত একজনের মৃত্যু
বাগেরহাটের মংলায় নির্মাণাধীন সেনাকল্যাণ সংস্থার সিমেন্ট ফ্যাক্টরি ভবনের ছাদ ধসে গুরুতর আহত শ্রমিক শিহাব হোসেন (২৫) মারা গেছেন। গতকাল সোমবার রাতে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান তিনি।
এ নিয়ে ভবনের ছাদ ধসে নিহতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়াল। শিহাব বাগেরহাট জেলার রামপাল উপজেলার গৌরাঙ্গ গ্রামের মোকছেদ আলীর ছেলে।
নিহতের মামা রুহুল আমিন জানিয়েছেন, সোমবার রাত ১০টার দিকে শিহাব সিএমএইচ হাসপাতালে মারা যান। তিনি মাথা, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছিলেন।
মঙ্গলবার দুপুরে ময়নাতদন্তের জন্য শিহাবের লাশ যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হয় বলে জানিয়েছেন যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান মৃধা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহম্মদ আলী প্রিন্স জানান, নিহতের লাশ মঙ্গলবার সন্ধ্যায় তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পরিবারকে নগদ ২০ হাজার টাকা অনুদান দেওয়া হবে।
গত বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে সেনাকল্যাণ সংস্থার মংলা সিমেন্ট ফ্যাক্টরি এলাকায় নির্মাণাধীন চার তলা ভবনের ছাদ ঢালাইয়ের সময় তা ধসে পড়ে আহত হয় অর্ধশতাধিক শ্রমিক। আর ওইদিন ঘটনাস্থলেই নিহত হয় সাতজন। ঘটনার পর দ্রুত আহতদের উদ্ধার করে মংলা, খুলনা, যশোর ও ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
ভবন ধসে আহতদের মধ্যে সাতজনকে যশোর সিএমএইচে ভর্তি করা হয়। এদের মধ্যে একজন মারা যাওয়ায় এই হাসপাতালে এখন চিকিৎসাধীন আহত শ্রমিক থাকলেন ছয়জন। সিএমএইচ কর্তৃপক্ষের বরাত দিয়ে যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সোহেল হাসান এ তথ্য জানিয়েছেন।