নরসিংদীতে সড়কে প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর
নরসিংদীতে ইটবাহী ট্রাক্টরের সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়েছে। এতে মোটরসাইকেলের দুই আরোহী নিহত ও একজন আহত হয়েছেন।
আজ শুক্রবার দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে সদর উপজেলার বাগহাটা মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন মোটরসাইকেল চালক নাজমুল হোসেন (৪৫) ও আরোহী নিয়ামুল হক (৩৫)। তাঁদের মধ্যে নাজমুলের বাড়ি ঢাকার মিরপুরে বলে জানা গেছে।
আহত অপর আরোহীর পরিচয় পাওয়া যায়নি। তাঁকে নরসিংদী জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে ঢাকা থেকে নরসিংদীগামী মোটরসাইকেলটি বাগহাটা মসজিদের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইটবাহী ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী নাজমুল ও নিয়ামুলের মৃত্যু হয়। পরে পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাক্টরটি আটক করে।
নরসিংদী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মঞ্জুর মোর্শেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।