লক্ষ্মীপুরে আহত যুবলীগ নেতার মৃত্যু
লক্ষ্মীপুরের রায়পুরে প্রতিপক্ষের হামলায় আহত যুবলীগ নেতা মনু মিয়া মারা গেছেন। গতকাল সোমবার রাত পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
নিহত মনু মিয়া রায়পুর উপজেলার উত্তর চর আবাবিল ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক বলে জানিয়েছেন ওই ইউনিয়ন যুবলীগ সভাপতি কৈসিক আহমেদ সোহেল।
তবে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, মনু মিয়া রায়পুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাফর উল্যাহ দুলাল হাওলাদারের অনুসারী।
হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মাইন উদ্দিন জানান, গত ১৩ মার্চ হায়দরগঞ্জের বটতলায় উত্তর চর আবাবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদ উল্যাহকে মনু মিয়া কুপিয়ে জখম করেন। এর জের ধরে চেয়ারম্যানের অনুসারীরা মনু মিয়াকে পেটায় এবং দুটি বাড়িতে ভাঙচুর চালায়।
ইউপি চেয়ারম্যানের ওপর হামলার ঘটনায় তাঁর ছেলে উপজেলা যুবলীগের সাবেক সিনিয়র সহসভাপতি মনজুরুল হোসেন সুমন বাদী হয়ে মামলা দায়ের করেন। এতে মনু মিয়াকে প্রধান করে আটজনের নাম উল্লেখ এবং উলফা বাহিনীর অজ্ঞাতনামা আরো ১২ জনকে আসামি করা হয়।
অন্যদিকে, দুলাল হাওলাদারের অনুসারী নাদিম হোসেন বাদী হয়ে চেয়ারম্যানের ছেলে যুবলীগ নেতা সুমনকে প্রধান করে ১০ জনের নামসহ অজ্ঞাতপরিচয় আরো ১২ জনকে আসামি করে আলাদা মামলা করেন। মামলায় নাদিম তার আত্মীয় মনু মিয়াকে পিটিয়ে আহত ও তাঁর বাসায় হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগ আনেন।