নির্বাচন কমিশনকে নিরপেক্ষ দায়িত্ব পালনের আহ্বান সুজনের
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।
আজ শুক্রবার রাজশাহী নগরীর একটি রেস্তোরাঁয় দিনব্যাপী অনুষ্ঠিত সুজনের আঞ্চলিক সভায় এই আহ্বান জানানো হয়।
সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে বক্তারা বলেছেন, নির্বাচন নিয়ে অতীতের অভিজ্ঞতা সুখকর নয়। দলীয়ভাবে ইউপি নির্বাচন আরো সংঘাত বাড়াবে। নির্বাচন কমিশন বিগত নির্বাচনগুলোতে আচরণবিধি লঙ্ঘনসহ বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। বর্তমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন বাণিজ্য শুরু হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর বের হয়েছে। অথচ নির্বাচন কমিশন এ ব্যাপারে নিশ্চুপ ভূমিকা পালন করছে।
বক্তারা একই সঙ্গে গণমাধ্যমকে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি ভালো নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব।
আঞ্চলিক সভায় সভাপতিত্ব করেন সুজনের রাজশাহী জেলা কমিটির সহসভাপতি পিয়ার বক্স। এতে মুখ্য আলোচক ছিলেন দ্য হাঙ্গার প্রজেক্টের উপপরিচালক (প্রশাসন) স্বপন কুমার সাহা। সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকারের সঞ্চলনায় স্বাগত বক্তব্য দেন সুজনের রাজশাহী মহানগরের সম্পাদক ডা. হেমায়েতুল ইসলাম আরিফ।
সভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন সুজনের প্রতিনিধিরা ২০১৫ সালের কার্যক্রমের প্রতিবেদন ও ২০১৬ সালের কার্যক্রমের পরিকল্পনা উপস্থাপন করেন। সভায় রাজশাহী বিভাগের আট জেলার ১০৮ জন সুজন সদস্য অংশ নেন।
সভায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠান, শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন প্রচারমূলক কার্যক্রম, উন্মুক্ত বাজেট অধিবেশন আয়োজনসহ বিভিন্ন কার্যক্রম নেওয়া হয়।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সুজনের সিরাজগঞ্জ জেলা সভাপতি আব্দুল হালিম, নওগাঁ জেলা সভাপতি আবুল কালাম আজাদ, রাজশাহী জেলা সম্পাদক মাহমুদুল আলম মাসুদ, নাটোর জেলা সম্পাদক রওশন আরা শ্যামলী, চারঘাট উপজেলা সহসভাপতি এস এম মোজাম্মেল হক, মোহনপুর উপজেলা সভাপতি আসাদ আলী, সাঁথিয়া সভাপতি দাইন উদ্দীন, পত্মীতলা সভাপতি বুলবুল চৌধুরী প্রমুখ।