বাজিতপুরে তৃণমূলের মতামতে বিএনপির প্রার্থী চূড়ান্ত
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় তৃণমূলের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে ১০টি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী চূড়ান্ত করা হয়েছে।
শুক্রবার বিকেলে সরারচর এলাকায় উপজেলা বিএনপির সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবালের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভাপতির বাসভবনে অনুষ্ঠিত সভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার হালিমপুর ইউপিতে কাজল ভূঁইয়া, হিলচিয়ায় আলমগীর কবীর আলম, দীঘিরপাড়ে ফজলুল হক, হুমায়পুরে মানিকুজ্জামান মানিক, মাইজচরে মহসিন মিয়া, দিলালপুরে আবুল কাশেম, বলিয়াদিতে রুহুল আমিন বাবুল, কৈলাগে মোহাম্মদ আলী, সরারচরে মহসিন মিয়া ও পিরিজপুরে মাহমুদুল আলম লিটনকে তৃণমূল মতামতের ভিত্তিতে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়।
পরে স্থানীয় আবদুর রহিম রেজু মার্কেটের সামনে প্রার্থীদের উপস্থিতিতে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির প্রমুখ।
সমাবেশ শেষে নেতাকর্মীরা বিএনপির প্রার্থীদের পক্ষে একটি মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
আগামী ৩০ মার্চ বাজিতপুর উপজেলার ১০টি ইউনিয়নে ভোট গ্রহণ হবে।