নির্বাচন নয়, বিএনপির উদ্দেশ্য সমস্যা সৃষ্টি
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য বিএনপি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে ব্যবহার করতে চায়। বিএনপির উদ্দেশ্য নির্বাচনের মাধ্যমে সমস্যা সৃষ্টি করা।
আজ শনিবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তথ্যমন্ত্রী।
হাসানুল ইক ইনু বলেন, ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার পর এখন পর্যন্ত এমন কোনো ঘটনা ঘটেনি যাতে করে আতঙ্কিত হতে হবে। তিনি বলেন, ১৯৯০ সালের পর থেকে বিএনপি যতবার নির্বাচনে পরাজিত হয়েছে, ততবারই তারা সব আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনাস্থা প্রকাশ করেছে। বিএনপির আসলে তাদের প্রতি কোনো বিশ্বাস নেই।
তথ্যমন্ত্রী বলেন, নির্বাচন নয়, বিএনপির উদ্দেশ্য হলো এ উপলক্ষে একটা সমস্যা তৈরি করা। সেটা করতে পারলেই কিছুদিন চক্রান্তের জাল বিস্তার করবে। কিন্তু সেই দিন শেষ হয়ে গেছে। উপজেলা ও পৌরসভার মতোই ইউপি নির্বাচন হবে।
তথ্যমন্ত্রী বলেন, ইউপি নির্বাচনে ৫০ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে, যা অতীতেও হয়েছে। এটা এমন কোনো ব্যাপার নয়।
বিএনপির উদ্দেশে ইনু বলেন, ‘নির্বাচনে অংশ নিন, এটাকে চক্রান্ত তৈরির কাজে ব্যবহার করবেন না।’
সাংবাদিকদের সঙ্গে কথা বলে মন্ত্রী নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
কলেজের অধ্যক্ষ শামসুল বারী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রিনা, জেলা প্রশাসক (ডিসি) সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার (এসপি) প্রলয় চিসিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শান্তিমনি চাকমা, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) জেলা শাখার সাধারণ সম্পাদক আবদুল আলীম স্বপন প্রমুখ।