নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধনের মেয়াদ বাড়ল
নির্বাচন পর্যবেক্ষণকারী সংস্থার নিবন্ধনের মেয়াদ বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন করে আবেদন গ্রহণ না করে আগেই নিবন্ধিত সংস্থাগুলোর মেয়াদ এক বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান জানান, নিবন্ধিত নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলোর পাঁচ বছর মেয়াদ সম্প্রতি শেষ হয়েছে। এখন ইউপি ভোট শুরু হচ্ছে। এরই মধ্যে পর্যবেক্ষক নিয়োগের তালিকাও দিয়েছে কয়েকটি সংস্থা। তাদের সুবিধা বিবেচনা করে সব নিবন্ধিত সংস্থারই মেয়াদ এক বছর বাড়ানো হয়েছে।
নবম সংসদ নির্বাচনের আগে প্রথমবারের মতো চালু হয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলোর নিবন্ধন কার্যক্রম। ওই সময় নিবন্ধনের মেয়াদ এক বছর রেখে ২০০৮ সালে ১৩৮টি সংস্থাকে নিবন্ধন দেওয়া হয়।
পরে নিবন্ধনের মেয়াদ পাঁচ বছর করাসহ বিভিন্ন সংশোধনী এনে পর্যবেক্ষক নীতিমালা প্রণয়ন করা হয়। নতুন এ নিয়মে ২০১০ সালে শতাধিক সংস্থাকে নিবন্ধন দেওয়া হয়।
আসন্ন ইউপি নির্বাচন পর্যবেক্ষণের জন্য এর মধ্যে কয়েকটি পর্যবেক্ষক সংস্থা তাদের প্রায় পাঁচ হাজার লোকবল নিয়োগের কথা কমিশনকে জানিয়েছে বলেও জানান আসাদুজ্জামান।
২০টি সংস্থা নিয়ে আপত্তি
গত পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ ১০টি ও বিএনপি ১০টি সংস্থায় আপত্তি জানায়। ইসি এ সংস্থাগুলোর বিষয়ে মাঠ পর্যায়ে তদন্তের নির্দেশ দেয়। তবে মাঠ পর্যায়ে তদন্ত করে সংস্থাগুলোর বিরুদ্ধে কোনো দলীয় সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে জানান ইসি জনসংযোগ পরিচালক।
আ. লীগ যে ১০টি সংস্থায় আপত্তি জানায় সেগুলো হলো : ডেমোক্রেসি ওয়াচ, খান ফাউন্ডেশন, মানবিক সাহায্য সংস্থা, লাইট হাউস, বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদ-বামাসপ, রাইটস যশোর, মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থা-মওসুস, অধিকার, জাগরণী চক্র ফাউন্ডেশন ও ন্যাশনাল ইয়ুথ ফোরাম অব বাংলাদেশ-এ ১০টি সংস্থার বিষয়ে আপত্তি জানায় আওয়ামী লীগ।
বিএনপি যে ১০টি সংস্থায় আপত্তি জানায় সেগুলো হলো: অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট-এসিডি, বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি-বিডিএস, কোস্ট ট্রাস্ট, ডাক দিয়ে যাই, ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট-আইইডি, জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ, নবলোক, ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম-এনডিপি, রূপান্তর ও ওয়েব ফাউন্ডেশন।
গত পৌরসভা নির্বাচনে ২৯টি সংস্থার প্রায় চার হাজার দেশীয় পর্যবেক্ষক ছিল।