জুয়া খেলায় ভাইস চেয়ারম্যানকে জরিমানা
জুয়া খেলার দায়ে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও স্থানীয় মহিলা কলেজের প্রভাষকসহ পাঁচজনকে ৪০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এর আগে গতকাল শনিবার রাত সাড়ে ১২টায় উপজেলা পরিষদ ভবনে ভাইস-চেয়ারম্যানের কক্ষে জুয়ার আসর থেকে তাঁদের আটক করে পুলিশ।
যাঁদের জরিমানা করা হয়েছে তাঁরা হলেন দুর্গাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আসাদ, দুর্গাপুর মহিলা কলেজের প্রভাষক লিংকন চন্দ, মো. ইসহাক, রিপন আহমেদ ও নোমান মিয়া। এদের মধ্যে রিপন আহমেদ ছাত্রলীগ ও নোমান মিয়া ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত বলে জানায় পুলিশ।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম এনটিভিকে জানান, আজ রোববার দুপুর দেড়টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামাল হোসেন আটক চারজনকে জরিমানা করেন।’
ওসি আরো জানান, ‘শনিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদ ভবনের ভাইস-চেয়ারম্যানের কক্ষে বসে তাস দিয়ে জুয়া খেলছিলেন তাঁরা। পরে ইউএনওর উপস্থিতিতে সেখানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।’
এই ব্যাপারে আনোয়ার হোসেনের বক্তব্য জানতে তাঁকে ফোন করলেও তিনি ফোন ধরেননি।