নরসিংদীতে স্কুলছাত্র সোহেল হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন
নরসিংদীর শিবপুরে স্কুলছাত্র সোহেল হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদলত। একই সঙ্গে প্রত্যেককে আরো ২৫ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরো তিন বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার দুপুরে নরসিংদীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন এই রায় দেন।
নিহত স্কুলছাত্র শহিদুল ইসলাম সোহেল শিবপুরের শিমুলিয়া উচ্চ বিদ্যালয়ে পড়ত।
যাবজ্জীবন দণ্ডাদেশ পাওয়া আসামিরা হলেন শিবপুরের মানিকদী গ্রামের খোরশেদ আলম, সবুজ মিয়া, নাছির উদ্দিন, হাফিজ উদ্দিন ওরফে হাইব্বা, আদেল খান এবং মনোহরদী উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের মিজানুর রহমান। এর মধ্যে
খোরশেদ আলম, সবুজ মিয়া, হাফিজ উদ্দিন ওরফে হাইব্বা পলাতক আছেন।
মামলার বিবরণে জানা যায়, ১৯৯৭ সালের ৬ জুলাই নরসিংদীর শিবপুর উপজেলার মানিকদী গ্রামের আবদুল হাই ভূঞার ছেলে শহিদুল ইসলাম সোহেল স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয়। এর পরে থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। পরে ১০ জুলাই শিবপুরের চণ্ডীবর্দি গ্রামে ফজলুল হক ফরাজীর জমির ওপর একটি বালুর স্তূপে শহিদুল ইসলাম সোহেলের মৃতদেহ পাওয়া যায়।
হত্যাকাণ্ডের ঘটনায় সোহেলের বাবা আব্দুল হাই শিবপুর মডেল থানায় একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
বাদী ও আসামিপক্ষের শুনানি শেষে দীর্ঘ ১৮ বছর পর আজ সোমবার দুপুরে অভিযুক্ত ছয়জনের প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন বিচারক।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর ম. রুহুল আমিন।