বান্দরবানে তিনদিনব্যাপী গঙ্গা স্নান উৎসব শুরু
বান্দরবানে হিন্দু ধর্মাবলম্বীদের তিনদিনব্যাপী গঙ্গা স্নান উৎসব শুরু হয়েছে। আজ বুধবার ভোরে কেন্দ্রীয় মন্দির কমিটির আয়োজনে কালাঘাটা সাঙ্গু নদীর তীরে পূজা অর্চনার মাধ্যমে এই উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়।
জেলার বিভিন্ন স্থান থেকে আসা হিন্দু ধর্মাবলম্বী নারী-পুরুষেরা তাদের পাপ মোচনের আশায় স্নান শেষে নদীর তীরে ধর্মসভায় প্রার্থনা, গীতাপাঠ এবং কীর্তন শোনার জন্য সমবেত হয়েছেন। প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে তিনদিনের এই গঙ্গা স্নান উৎসব।
আয়োজক কমিটির সদস্য সচিব অমল চৌধুরী জানান, প্রতিবছর সাঙ্গু নদীর তীরে এ গঙ্গা স্নান উৎসবের আয়োজন করা হয়। পাপ মোচনের আশায় হিন্দু ধর্মাবলম্বী নারী-পুরুষ, শিশু-কিশোর, তরুণ-তরুণীরা এখানে সমবেত হন। এখানে অনেকে রোগ নিরাময়ের জন্য প্রার্থনা করেন এবং পিণ্ডি-অস্থি নিক্ষেপ করেন।