ব্যাংক কর্মকর্তা অপহরণ, যুবলীগকর্মী আটক
লক্ষ্মীপুরের রায়পুরে এক ব্যাংক কর্মকর্তাকে অপহরণের পর মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা। তিন ঘণ্টা পর পুলিশ অভিযান চালিয়ে ওই কর্মকর্তাকে উদ্ধার করে। এ সময় এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ।
অপহরণের শিকার ব্যাংক কর্মকর্তা জিল্লুর রহমান পূবালী ব্যাংকের রায়পুর শাখায় জুনিয়র কর্মকর্তা হিসেবে কর্মরত। আটক আনোয়ার হোসেন স্থানীয় যুবলীগের কর্মী বলে জানিয়েছে পুলিশ। তিনি উপজেলার পূর্বলাচ গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় ব্যাংক কর্মকর্তার স্ত্রী খাদিজা বেগম পান্না বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলায় পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন জুয়েলকে প্রধান আসামি করা হয়েছে। মামলায় আনোয়ার ছাড়াও অজ্ঞাত আরো একজন আসামি রয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়, উপজেলার পূর্ব গাইয়ারচর গ্রামের বাসিন্দা জিল্লুর রহমানকে সকাল ১১টার দিকে নতুন বাজারের সালাহ উদ্দিন জুয়েল ও আনোয়ার ব্যাংক ঋণ নেওয়ার কথা বলে কৌশলে তুলে নিয়ে যায়। তারা জিল্লুরকে নতুন বাজার এলাকায় দুলাল কারীর সুপারির বাগানের একটি কক্ষে আটকে রাখে। সেখানে আরো অজ্ঞাত এক সহযোগীসহ তাঁকে মারধর করে।
পরে জিল্লুরের মোবাইল ফোন থেকে স্ত্রী খোদেজা বেগম পান্নার কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। অল্প সময়ের মধ্যে টাকা না দিলে তাঁকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেওয়া হয়। পরে বিষয়টি থানা পুলিশকে জানালে অভিযান চালিয়ে জিল্লুরকে উদ্ধার এবং একজনকে আটক করা হয়।
উদ্ধারের পর জিল্লুর রহমানকে রায়পুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জিল্লুর রহমান সাংবাদিকদের বলেন, অপহরণের পর মারধর করে এক লাখ টাকা দাবি করা হয়। টাকা দিতে দেরি করলে আমাকে মেরে ফেলা হবে বলে হুমকি দেয়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, এ ঘটনায় অপহরণের মামলা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।