বাড়ি নির্মাণে চাঁদা না দেওয়ায় দুজনকে গুলি করে হত্যা
বাড়ি নির্মাণের চাঁদা না দেওয়ায় নরসিংদী পৌর শহরে দুজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে শহরের ভাগদী এলাকার ২ নম্বর সেতু সংলগ্ন বালুর মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শহরজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে।
নিহতরা হলেন ভাগদী এলাকার মোরশেদ খন্দকারের ছেলে রড সিমেন্ট ব্যবসায়ী খোকন খন্দকার (৩২) ও একই এলাকার মতিন খন্দকারের ছেলে আরিফ খন্দকার (৩০)।
নরসিংদী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মঞ্জুর মোর্শেদ এনটিভি অনলাইনকে বলেন, চাঁদা না দেওয়ায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। পুলিশ অপরাধীদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।
নিহত খোকনের বড় ভাই সেলিম ভূঞা জানান, খোকনের নিকট আত্মীয় একই এলাকার রফিক নতুন বাড়ি নির্মাণ করছেন। কয়েকদিন ধরে পাশের চৌয়ালা এলাকার সন্ত্রাসীরা তাঁদের নিকট চাঁদা দাবি করে আসছিল।
আজ বুধবার সন্ধ্যায় সন্ত্রাসীরা ফের বাড়িতে গিয়ে চাঁদা দাবি করে। খবর পেয়ে ব্যবসায়ী খোকন তাঁর বন্ধু আরিফকে নিয়ে রফিকের বাড়িতে যায়। সেখানে তাদের সঙ্গে সন্ত্রাসীদের কথা কাটাকাটি হয়।
পরে বাড়ি থেকে খোকন ও আরিফ বের হলে ২ নম্বর সেতু সংলগ্ন বালু মাঠে তাঁদের গুলি করে সন্ত্রাসীরা। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন বলে জানান নিহত খোকনের ভাই।