রামুতে অগ্নিকাণ্ডে ১২ দোকান ভস্মীভূত
কক্সবাজারের রামু উপজেলার চৌমুহনী বাজারে আগুন লেগে দুটি মার্কেটের কমপক্ষে ১২টি দোকান পুড়ে গেছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় ব্যবসায়ী সমিতির নেতা এস এম জাফর জানান, বাজারের জাহাঙ্গীর আবাসিক হোটেলের কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন আধঘণ্টা চেষ্টা করে আগুন নেভাতে ব্যর্থ হন। পরে কক্সবাজার থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে তিনি দাবি করেন। রামুতে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতির পরিমাণ বেশি হয়ে থাকে বলেও তিনি জানান।
কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোছলেহ উদ্দিন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কেউ হতাহত হয়নি।