রংপুরে স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন
রংপুরের বদরগঞ্জে স্ত্রী গোলাপী বেগমকে হত্যা করায় মিজানুর রহমান নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ২-এর বিচারক আবু জাফর কামরুজ্জামান এ রায় দেন।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০০৬ সালে বদরগঞ্জ উপজেলার শিয়ালবাড়ি গ্রামের আবু তালেবের মেয়ে গোলাপী বেগমকে বিয়ে করেন একই এলাকার মিজানুর রহমান। মাদকাসক্ত মিজানুর প্রায়ই তাঁর স্ত্রীকে নির্যাতন করতেন।
২০০৬ সালের পহেলা নভেম্বর রাতে স্ত্রী গোলাপীকে হত্যা করে ঘরের খুঁটির সঙ্গে তাঁর লাশ ঝুলিয়ে রাখেন মিজানুর। পরে প্রতিবেশীরা টের পেয়ে মিজানুরকে আটক করে পুলিশে সোপর্দ করে। স্বাক্ষ্য প্রমাণ শেষে আজ আদালত মিজানুরকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডাদেশ দেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আক্তারুজ্জান। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আবদুর রশিদ চৌধুরী।