বঙ্গোপসাগরে আটক ৩, অপহৃত ২৭ জেলে উদ্ধার
বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে এবং তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে অপহৃত ২৭ জেলেকে উদ্ধারের দাবি করেছে কোস্টগার্ড। গতকাল বুধবার রাতে পটুয়াখালীর কুয়াকাটা থেকে ৬০ কিলোমিটার দক্ষিণে গভীর সমুদ্র থেকে তাঁদের উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন বরিশালের আলী হোসেন (২৭) ও শিমুল হোসেন (২৮) এবং পাবনার সবুজ মাতুব্বর।
আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে কোস্টগার্ড পাথরঘাটা স্টেশনে এক সংবাদ সম্মেলনে কোস্টগার্ডের দক্ষিণ জোন ভোলার জোনাল কমান্ডার মো. আনোয়ার হোসেন এসব তথ্য জানান। এ সময় আটক তিনজন এবং উদ্ধার করা ২৭ জেলেকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।
আনোয়ার হোসেন জানান, জলদস্যু মাস্টার বাহিনী পটুয়াখালীর কুয়াকাটা থেকে ৬০ কিলোমিটার দক্ষিণে গভীর সমুদ্রের বিভিন্ন এলাকায় জেলেদের ট্রলারে হামলা চালাচ্ছে এবং মুক্তিপণের দাবিতে বেশকিছু জেলেকে আটক করেছে- এমন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার সকালে কোস্টগার্ড পাথরঘাটা স্টেশন অভিযানে নামে। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জলদস্যুরা গুলি শুরু করে, এ সময় কোস্টগার্ডও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে জলদস্যুরা আত্মসমর্পণ করে। এ সময় তাদের কাছ থেকে তিনটি ট্রলারসহ একটি বন্দুক, একটি কাটা রাইফেল, একটি এলজি বেশকিছু গোলাবারুদ ও দেশিও অস্ত্র উদ্ধার করা হয়।
আনোয়ার হোসেন আরো জানান, আটকের পর তাঁদের নিয়ে আরো জলদস্যু আটকে সারারাত অভিযান চালানো হয়। পরে তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী বুধবার রাতে মুক্তিপণের জন্য অপহৃত ২৭ জেলেকে উদ্ধার করে কোস্টগার্ড। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় তাদের কোস্টগার্ড পাথরঘাটা স্টেশনে নিয়ে আসা হয়।
এদিকে তিনজনকে আটকের খবর ছড়িয়ে পড়লে কোস্টগার্ডকে ধন্যবাদ জানিয়ে পাথরঘাটা শহরে আনন্দ মিছিল করে ট্রলার মালিক শ্রমিকসহ বিভিন্ন সংগঠন। পরে সমুদ্র জলদস্যুমুক্ত রাখতে জেলেদের সঙ্গে মতবিনিময় এবং জলদ্যুদের অবস্থান সম্পর্কে তথ্য দিয়ে কোস্টগার্ডকে সহযোগিতা করার জন্য বলেন আনোয়ার হোসেন।