লক্ষ্মীপুরে প্রবাসীর উঠানে গৃহকর্মীর লাশ
লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জের এক সৌদি আরব প্রবাসীর বাড়ির উঠান থেকে গৃহকর্মী ফারুক হোসেনের (১৯) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে মরদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহত ফারুক হোসেন লক্ষ্মীপুর সদর উপজেলার পরাশগঞ্জ গ্রামের কারিমুল হকের ছেলে। তিনি দীর্ঘ আট বছর ধরে পাশের বিনোদধর্মপুর গ্রামের প্রবাসী শাহেদ আলমের বাড়িতে কাজ করতেন।
প্রবাসী শাহেদ আলমের স্ত্রী আফরোজা বেগম বলেন, ফারুক দীর্ঘ আট বছর ধরে তাঁদের বাড়িতে কাজ করে আসছেন। বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে তিনি ঘর থেকে বের হয়ে আর ফেরেননি। সকালে উঠানে তাঁর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। এ সময় মৃতদেহের পাশে কীটনাশকের বোতল ও ইঁদুর মারার ওষুধের প্যাকেট পাওয়া গেছে।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।