সিরাজগঞ্জে বঙ্গবন্ধু ইকোপার্কে আগুন
সিরাজগঞ্জ সদর উপজেলায় বঙ্গবন্ধু ইকোপার্কে আজ বুধবার দুপুরে আগুন লেগে বিপুলসংখ্যক গাছ পুড়ে গেছে। খবর পেয়ে সিরাজগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে।
বঙ্গবন্ধু যমুনা ইকোপার্কের দায়িত্বপ্রাপ্ত বন কর্মকর্তা আবদুর রহিম এনটিভি অনলাইনকে জানান, আজ বুধবার দুপুরে আকস্মিকভাবে ইকোপার্কে আগুন লাগে। স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও পার্কের অন্তত ১২ বিঘা জমির বিভিন্ন প্রজাতির গাছ পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে বোঝা না গেলেও তদন্ত করে এ বিষয়ে পরিষ্কার ধারণা পাওয়া যাবে।
এ বিষয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুর রশিদ জানান, ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয় জনতা আগুন নিয়ন্ত্রণে আনে। কীভাবে আগুন লেগেছে তা বোঝা না গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইকোপার্কের দর্শনার্থীদের ধূমপান শেষে ছুড়ে ফেলা সিগারেটের অবশিষ্টাংশের আগুন থেকেই ঘটনাটি ঘটেছে।