ময়মনসিংহে স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন
ময়মনসিংহে স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড ও শাশুড়িসহ চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক শারমিন নিগার এই রায় দেন।
আদালত স্বামী আবু বক্কর সিদ্দিকীকে (৩৮) ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড এবং শাশুড়ি জামিরন (৫৫), ভাশুর ইদ্রিস আলী (৪০), প্রতিবেশী ইউনুস আলী (৪৫) ও হাছেন আলীকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।
মামলা সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে ২০০০ সালের ১৯ সেপ্টেম্বর মুক্তাগাছা থানার মহিষতারা গ্রামে আবু বক্কর সিদ্দিকের স্ত্রী জোসনা বেগমকে (২০) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পরে লাশ বাড়ির পেছনের বাঁশঝাড়ের নিচে কবর দেওয়া হয়। এ ব্যাপারে একই বছর মুক্তাগাছা থানায় পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের হয়। পুলিশ মামলাটির তদন্ত করে পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। সাক্ষ্য গ্রহণ শেষে স্বামী আবু বক্কর সিদ্দিককে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড ও চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।
মামলায় বাদীপক্ষে ছিলেন অ্যাডভোকেট আনোয়ারুল হক। আর সরকারপক্ষে ছিলেন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) ফরিদ উদ্দিন।