নরসিংদীতে মন্দিরে হামলা, মূর্তি ভাঙচুর
নরসিংদীর রায়পুরায় শ্রীশ্রী দুর্গা ও শ্যামামন্দিরে ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাতে উপজেলার শ্রীরামপুর এলাকার বর্মণপাড়ায় এ হামলার ঘটনা ঘটে। দুর্বৃত্তরা কালীমন্দিরে ঢুকে দুর্গা, মহাদেব, সরস্বতী, কালী, ডাকিনী ও যোগিনীর মূর্তি ভাঙচুর করে।
স্থানীয় লোকজন জানায়, রায়পুরা উপজেলা শহরের বর্মন পাড়ায় অবস্থিত শ্রী শ্রী দুর্গা ও শ্যামা মন্দিরের প্রতিদিন পূজা-পার্বণসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান হয়। এখানে শতাধিক সংখ্যালঘু পরিবার তাদের পূজা-পার্বণ পালন করে। শনিবার রাতে পূজা শেষে মন্দিরের পুরোহিত মানিক চক্রবর্তী মন্দিরটি বন্ধ করে বাড়ি চলে যান। মধ্যরাতের দিকে কে বা কারা মন্দিরে ঢুকে মন্দিরে রক্ষিত মহাদেব, কালী, সরস্বতী, ডাকিনী, যোগিনীর হাত ও মাথা ভেঙে ফেলে। আজ রোববার সকালে পুরোহিত মানিক চক্রবর্তী মন্দিরে পূজা দিতে গিয়ে দেখতে পান প্রতিমাগুলোর হাত, পা ও মাথা ভাঙা। এ খবর ছড়িয়ে পড়লে এলাকার সংখ্যালঘু পরিবারগুলোর মধ্যে ব্যাপক ভীতির সৃষ্টি হয়।
খবর পেয়ে নরসিংদী জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রঞ্জিত কুমার সাহা, সাধারণ সম্পাদক দীপক সাহা এবং হাজীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সুজিত সূত্রধর ঘটনাস্থল পরিদর্শনে যান। সেখানে এলাকার শত শত সংখ্যালঘু নারী ও পুরুষ জড়ো হয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা অনতিবিলম্বে মূর্তি ভাঙচুরকারী দুর্বৃত্তদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।