মংলায় বিপুল পরিমাণ গাছ ও কাঠ জব্দ
সুন্দরবন থেকে পাচার হয়ে আসা সুন্দরীসহ বিভিন্ন প্রজাতির বিপুল পরিমাণ কাঠ ও গাছ জব্দ করেছে বনবিভাগ এবং কোস্ট গার্ড। বুধবার বিকেলে বনবিভাগ ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার তৎপরতায় অভিযানে এসব কাঠ ও গাছ জব্দ করা হয়।
এ বিষয়ে পূর্ব সুন্দরবনের চাদপাই রেঞ্জ কর্মকর্তা মো: বেলায়েত হোসেন এনটিভি অনলাইনকে জানান, সুন্দরবনের কর্তন নিষিদ্ধ সুন্দরী, বাইন ও গেওয়াসহ বিভিন্ন প্রজাতির গাছ চোরাই করে মংলা শহরের মামার ঘাট এলাকার কয়েকটি গোলা/আড়ৎ এ বিক্রির জন্য মজুদ করে রাখা ছিল। অভিযানকারিরা কয়েকটি গোলা থেকে প্রায় ৮/৯শ মন কাঠ জব্দ করেন। জব্দকৃত কাঠ বন বিভাগের ঢাংমারী ও চাদপাই ষ্টেশন অফিসে নেয়া হয়। জব্দকৃত গাছ ও কাঠের মূল্য আনুমানিক প্রায় ৪ লাখ টাকা বলেও জানায় বনবিভাগ। অভিযানে বনবিভাগকে কোস্ট গার্ড পশ্চিম জোন’র (মংলা) সদস্যরা সহায়তা করে।