বোয়ালমারীর দুই ইউপি নির্বাচন নিয়ে দোলাচলে ভোটাররা
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দুটি ইউনিয়নের নির্বাচন দিয়ে দোলাচলে পড়েছেন প্রার্থী ও ভোটাররা।
জানা গেছে, উপজেলার চাঁদপুর ও দাদপুর ইউনিয়নের নির্বাচন স্থগিতের অনুরোধ জানিয়ে নির্বাচন কমিশনকে একটি চিঠি দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয় বিভাগ। স্থগিতের খবরে ওই দুই ইউনিয়নে সাধারণ মানুষের মধ্যে হতাশা প্রকাশ করেন।
তবে উপজেলা নির্বাচন কর্মকর্তা আল-আমিন বলেন, নির্বাচন কমিশন থেকে বোয়ালমারীর ওই দুই ইউনিয়ন নির্বাচন স্থগিতের কোনো চিঠি আজ পর্যন্ত পায়নি। স্থানীয় সরকার বিভাগ থেকে একটি চিঠি নির্বাচন কমিশনে দিয়েছে বলে জানতে পেরেছি। আমরা নির্বাচন কমিশন থেকে যে সিদ্ধান্ত আসবে সে অনুযায়ী ব্যবস্থা নেব। এ উপজেলায় চলতি মাসে তফসিল ঘোষণা হতে পারে।
দাদপুরের বর্তমান চেয়ারম্যান এস এম শামিম মোল্লা বলেন, ‘জানতে পেরেছি ফরিদপুর সিটি করপোরেশনের সীমানা নির্ধারণ ও ফরিদপুর সদর কোতোয়ালি থানার কানাইপুর ইউনিয়নকে থানায় উন্নীত করার লক্ষ্যে চাঁদপুর ও দাদপুর ইউনিয়নকে অন্তর্ভুক্ত করা হতে পারে।’
এদিকে বোয়ালমারী উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি তাদের প্রার্থী চূড়ান্ত করেছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
প্রার্থীরা হলেন ১ নম্বর ঘোষপুর ইউনিয়নে সরদার মজিবুর রহমান, ২ নম্বর সাতৈর ইউনিয়নে মো.রাফিউল আলম মিন্টু, ৩ নম্বর চাঁদপুরে এস এম শাসচুল আলম সাজেদ, ৪ নম্বর দাদপুর ইউনিয়নে মো. এনামুল কবীর, ৫ নম্বর বোয়ালমারী ইউনিয়নে মো. আতিয়ার রহমান, ৬ নম্বর চতুল ইউনিয়নে শাহ্ মো. মঞ্জু, ৭ নম্বর পরমেশ্বরদী ইউনিয়নে মুন্সী সিরাজুল ইসলাম, ৮ নম্বর শেখর ইউনিয়নে মো. রইসুল ইসলাম পলাশ, ৯ নম্বর রূপাপাতে মো. মজনু ফকির, ১০ নম্বর ময়নাতে মো. মশিউর আজম মৃধা ও ১১ নম্বর গুণবহা ইউনিয়নে অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।