ইসির দরজা সবার জন্য খোলা : নির্বাচন কমিশনার
নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেছেন, যাঁরা নির্বাচনে অংশগ্রহণ করবেন, তাঁদের জন্য সমস্ত দ্বার খুলে দেওয়া হবে।
আজ সোমবার শেরেবাংলা নগরে নির্বাচন কমিশনের (ইসি) নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মো. শাহনেওয়াজ এ কথা বলেন।
মো. শাহনেওয়াজ বলেন, ‘এ নির্বাচনে অনেক রাজনৈতিক দলই অংশগ্রহণ করছে। আমরা ধরেই নিচ্ছি যে তারা আমাদের সহযোগিতা করছেন। এ নির্বাচনে যাঁরা অংশগ্রহণ করবেন আমরাও তাঁদের জন্য সকল দ্বার খুলে দেব।’
নির্বাচন কমিশনার আরো বলেন, ‘আমরা এর আগে রিটার্নিং কর্মকর্তার পাশাপাশি জেলা প্রশাসকের কার্যালয়েও মনোনয়নপত্র জমা দেওয়ার ব্যবস্থা করেছি। কাজেই প্রার্থীরা যেন বাধার সম্মুখীন না হন, সে জন্য অনলাইনেও মনোনয়নপত্র জমা দেওয়ার কথা ভাবছি। যাতে সবাই মনোনয়নপত্র জমা দিতে পারেন, সে জন্য সব ব্যবস্থাই করেছি।’
শাহ নেওয়াজ বলেন, ‘এরপরও কারো কোনো অভিযোগ থাকলে তা সুনির্দিষ্ট আকারে আসতে হবে। কোনো উড়ো খবরের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া সম্ভব নয়।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শাহনেওয়াজ বলেন, ‘প্রত্যেক নির্বাচনেই আমরা শক্ত অবস্থানে থাকি। মাঠে যাঁরা নির্বাচন কর্মকর্তা রয়েছেন, তাঁদেরও শক্ত অবস্থানে থাকতে বলা হয়। আইন ভঙ্গকারী যেই হোক, কাউকেই ছাড় দেওয়া হবে না।’
বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৬২ প্রার্থী নির্বাচিত হওয়ার বিষয়ে শাহনেওয়াজ বলেন, ‘কোথাও অনিয়ম হলো কি না আমরা সেটি দেখব। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলো, এটা আমাদের দেখার বিষয় না। আইনেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার বিধান আছে।’
শাহনেওয়াজ আরো বলেন, ‘আমরা সব সুনির্দিষ্ট অভিযোগ আমলে নিচ্ছি। ফেনীর পরশুরামে মনোনয়নপত্র জমা নেওয়ার সময় একদিন বাড়ানোও হয়েছে। এরপরও কেউ সেখানে মনোনয়নপত্র জমা দিতে আসেনি। এমনকি কেউ অভিযোগও করেনি। কেউ ঘরে বসে থাকলে তো তাকে ধরে এনে নির্বাচন করানো সম্ভব নয়।’