নরসিংদীতে বিদেশি পিস্তল-গুলিসহ একজন গ্রেপ্তার
নরসিংদীতে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলিসহ সাইফুল ইসলাম (৩০) নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃত সাইফুল নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের আখালিয়া গ্রামের আবদুল সাত্তারের ছেলে। সোমবার বিকেলে আখালিয়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক রুপণ কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার আখালিয়া গ্রামের মসজিদসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর দেহ তল্লাশি করে অবৈধ একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ব্যাপারে তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হবে।