নোয়াখালীতে মার্কেটে আগুন, ১৪ দোকান ছাই
নোয়াখালীর মাইজদীর হকার্স মার্কেটে গতকাল বুধবার রাতে অগ্নিকাণ্ডে ১৪টি দোকান পুড়ে গেছে। এতে অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
মাইজদী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান জানান, রাত ১টার দিকে আগুন লাগার খবর পাওয়ার পর মাইজদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও চৌমুহনী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে তারা। তিনি বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রথমে একটি দোকানে এই আগুন লাগে। পরে মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে।
ব্যবসায়ীরা জানান, এতে সাত থেকে আটটি মোটরসাইকেল, মূল্যবান জিনিসপত্র, টাকা, কাপড়সহ প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। অনেকে সর্বস্ব হারিয়ে পথে বসেছেন।