এক ইউনিয়নের প্রার্থী, আরেক ইউনিয়নে ভোটার
নেত্রকোনার মদন উপজেলার নায়েকপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক ইউপি সদস্যের প্রার্থিতা বাতিল হওয়ায় তাঁর সমর্থকরা বিক্ষোভ ও মানববন্ধন করেছে।
ইউপি সদস্য পদপ্রার্থী নজরুল ইসলাম খান অভিযোগ করে বলেন, ‘আমি মদন উপজেলার ভোটার। কিন্তু আমার নাম স্থানান্তর করে তা কেন্দুয়া উপজেলার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে আমার দাখিল করা মনোনয়নপত্র নির্বাচন কমিশন বাতিল করেছে। কেউ ষড়যন্ত্র করেই এটা করেছে।’
এ ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার সকালে নায়েকপুর ইউনিয়নের মদন-ধানকুনিয়া সড়কের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে ইউপি সদস্যের সমর্থকরা।
ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান হীরা, মুক্তিযোদ্ধা এস কে নূর মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মুস্তফা প্রমুখ।
জেলা নির্বাচনী কর্মকর্তা আবদুল্লাহ আল মোতাহসিম জানিয়েছেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিষয়টির তদন্ত চলছে।
দ্বিতীয় দফায় ৩১ মার্চ এ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।