বেড়ায় দুই ভায়রা ভাইয়ের লড়াই
পাবনার বেড়া উপজেলার কৈটলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ভোটযুদ্ধে নেমেছেন আপন দুই ভায়রা ভাই। দুই নিকটাত্মীয় বিএনপি ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়েছে।
সূত্র জানায়, বেড়া উপজেলার প্রখ্যাত নাকালিয়া সাঁড়াশিয়া বণিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত ওসমান আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পান। ১৯৮৮ সালে বৃহত্তর নতুন ভারেঙ্গা ইউনিয়ন তিনটি ভাগে বিভক্ত হয়ে কৈটলা ইউনিয়ন প্রতিষ্ঠা লাভ করে। সেই থেকে তিনি কৈটলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
এদিকে শওকত ওসমানের প্রতিদ্বন্দ্বী হয়েছেন তাঁর আপন ভায়রা ভাই বেড়া উপজেলা বিএনপির সভাপতি বর্তমান চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ। বিএনপির দুর্গ হিসেবে পরিচিত কৈটলা ইউনিয়ন পরিষদে ১২ বছর ধরে বিএনপি সমর্থিত প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়ে আসছেন।
এবারের নির্বাচনে দুই ভায়রা ভাই আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ায় এলাকার ভোটারদের মাঝে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে। দুই ভায়রা ভাইয়ের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় কে হারে কে জেতে এ নিয়ে ভোটারদের মাঝে চলছে চুলচেরা বিশ্লেষণ।
আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী শওকত ওসমান বলেন, ‘বিএনপির দুর্গ হিসেবে পরিচিত কৈটলা ইউনিয়নে এখন পরিবর্তনের জোয়ার বইছে। কৈটলাকে আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তোলার জন্য এলাকাবাসী আমাকেই চেয়ারম্যান নির্বাচিত করে এলাকার উন্নয়ন তরান্বিত করবে।’
বিএনপি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আনিছুর রহমান বলেন, ‘কৈটলা ইউনিয়ন বিএনপির দুর্গ হিসেবে পরিচিত। যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে জনগণ আমাকে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত করবে।’
বেড়া উপজেলার শুধু এই ইউনিয়নেই চেয়ারম্যান পদে বিদ্রোহী কিংবা স্বতন্ত্র কোনো প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন না বলে নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে।
আগামী ২২ মার্চ প্রথম ধাপে এই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।