ঘরে ঘরে গিয়ে ভোটারদের হুমকি দেওয়া হচ্ছে
বরগুনার পাথরঘাটা উপজেলার সাতটি ইউনিয়নের বিএনপি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীরা অভিযোগ করেছেন, এলাকায় ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা ভোটারদের ঘরে ঘরে গিয়ে নানা ধরনের হুমকিধমকি দিচ্ছেন।
এ ধরনের অভিযোগ অস্বীকার করেছেন উপজেলার আওয়ামী লীগ নেতারা।
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ইউনিয়ন পরিষদ নির্বাচনের দাবিতে আজ মঙ্গলবার দুপুর ১২টায় বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন চেয়ারম্যান পদপ্রার্থীরা।
বক্তারা অভিযোগ করেন, পাঘরঘাটায় আওয়ামী লীগের প্রার্থীরা সন্ত্রাসের রাজত্ব কায়েম করছেন। সেখানে প্রতি ঘরে ঘরে গিয়ে ভোটারদের হুমকিধমকি দেওয়া হচ্ছে। নৌকা প্রতীকের বাইরে কেউ ভোট দিতে চাইলে তাদের ভোটকেন্দ্রে যেতে নিষেধ করা হচ্ছে।
বিএনপি নেতারা আরো বলেন, যদিও কেউ ভোট দিতে যায় তাঁকে টেবিলের ওপর সবার সামনে নৌকা প্রতীকে ভোট দিতে হবে বলেও হুমকি দেওয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে চেয়ারম্যান পদপ্রার্থীরা সুষ্ঠু ভোটের জন্য সরকারের সহায়তা কামনা করেন।
সংবাদ সম্মেলনে বরগুনা জেলা বিএনপির সভাপতি মাহবুবুল আলম ফারুক মোল্লা, সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলাম, পাথরঘাটা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক চৌধুরী ফারুক, পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের মো. কামরুজ্জামান মোস্তফা, পাথরঘাটা সদর ইউনিয়নের এম মতিউর রহমান, কালমেঘা ইউনিয়নের নুরে আফরোজ হ্যাপি, কাঁকচিড়া ইউনিয়নের মো. আবুল কালাম, কাঁঠালতলি ইউনিয়নের মো. হাবিবুর রহমান, রায়হানপুর ইউনিয়নের মো. আবুল হোসেন, চরদুয়ানি ইউনিয়নের বিএনপি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মো. কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।