তেঁতুলিয়ায় পরিত্যক্ত ভোটকেন্দ্র স্থানান্তরের দাবি
ভোটের দিন অপ্রীতিকর ঘটনা এড়াতে পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র স্থানান্তরের দাবি জানিয়েছেন পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার একটি ইউনিয়নের ভোটাররা।
উপজেলার ভজনপুর ইউনিয়নের আলহাজ ডালিম উদ্দীন মহিলা দাখিল মাদ্রাসা কেন্দ্রটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। কেন্দ্রটির দরজা-জানালা ভাঙা। সেখানে বিদ্যুৎ ও স্যানিটেশন সুবিধাও নেই। এ ছাড়া ওই কেন্দ্রের চারপাশে স্থানীয় ব্যবসায়ীরা পাথর-বালু স্তূপ করে রেখেছেন। ব্যবসায়ীরা মাঠটিতে পাথর ভাঙা মেশিনও বসিয়েছেন।
প্রায় এক যুগ ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা (নন-এমপিও) এই মাদ্রাসা কেন্দ্রটি পরিবর্তনের জন্য স্থানীয় চেয়ারম্যান, ইউপি সদস্য প্রার্থী ও ভোটের দিনে দায়িত্ব পালনরত কর্মকর্তারাসহ সাধারণ মানুষ দাবি জানিয়ে আসছিলেন। এবারও জেলা নির্বাচন কার্যালয় আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের কেন্দ্র হিসেবে এর নাম ঘোষণা করায় স্থানীয় ভোটারদের মধ্যে উদ্বেগ আর উৎকণ্ঠা দেখা দিয়েছে।
তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সিরাজুল ইসলাম জানান, গত ২০১১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে এই কেন্দ্রে ভোট গণনার সময় নিরাপত্তার অভাবে মারামারি হয়েছিল। পরে পুলিশ কয়েকজনকে আটকও করেছিল।
স্থানীয় যুবক ফারুক হোসেন জানান, গত নির্বাচনে মাঠের চারপাশে পাথর থাকায় ভোট গণনার সময় চারদিক থেকে দুষ্কৃতকারীরা পাথর ছুড়ে মারে। এতে ভোটারদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। এবারও আমরা এই কেন্দ্রটিকে ঝুঁকিপূর্ণ মনে করছি।
তেঁতুলিয়ার উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রোকাব আলী দেওয়ান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি কেন্দ্রটি পরিদর্শন করেছেন। এটা আসলেই পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ। তিনি কেন্দ্রটি অন্যত্র স্থানান্তরের সুপারিশ করে জেলা নির্বাচন কর্মকর্তার কাছে প্রতিবেদন দাখিল করেছেন।
তেঁতুলিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তার প্রতিবেদন পাওয়ার কথা স্বীকার করে পঞ্চগড় জেলা নির্বাচন কর্মকর্তা দেওয়ান মো. সারওয়ার জাহান জানান, প্রতিবেদনটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত এখনো আসেনি। সিদ্ধান্ত এলে পরে ব্যবস্থা নেওয়া হবে।
আগামী ২২ মার্চ প্রথম দফার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।