সাতক্ষীরায় আ. লীগ প্রার্থীর মাইক ও কার্যালয় ভাঙচুর
সাতক্ষীরার শ্যামনগরের কৈখালী ইউনিয়নে প্রতিপক্ষের লোকজন প্রচার মাইক ও কার্যালয় ভাঙচুর করেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল করিম। তাঁর দাবি, এ সময় চার সমর্থক আহত হয়েছেন।
আজ বুধবার বিকেলে ইউনিয়নের শিবচন্দ্রপুর নতুন হাট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ওই এলাকায় আওয়ামী লীগের প্রচারও বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন প্রার্থী।
চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল করিম বলেন, ‘আমার বিপক্ষে চেয়ারম্যান পদে লড়ছেন ছয় মাস আগে আওয়ামী লীগে যোগদানকারী বিএনপি নেতা শাহজাহান সিরাজ। তিনি ও তাঁর ভাই ইউনিয়ন জামায়াতের আমির আমিনুর রহমান আমার লোকজনকে প্রচারে নামতে বাধা দিচ্ছেন।’
‘আজ বিকেলে শিবচন্দ্রপুর এলাকায় যাওয়া মাত্র প্রতিপক্ষের লোকজন আমার কর্মী মিলন, দেলোয়ার, আল-মামুন ও ইসরাফিলসহ কয়েকজনকে মারপিট করে প্রচার মাইক ভেঙে দিয়েছে’, যোগ করেন রেজাউল করিম।
একই সময়ে প্রতিপক্ষ ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ও ভেঙে দিয়েছে উল্লেখ করে রেজাউল করিম আরো জানান, বিষয়টি তিনি রিটার্নিং কর্মকর্তা ও শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করেছেন। আগামীকাল বৃহস্পতিবার লিখিতভাবে অভিযোগ দেবেন।
এ ব্যাপারে চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান সিরাজ বা আমিনুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।