সাতক্ষীরায় নির্বাচনী সহিংসতায় আহত ১২
নির্বাচনী প্রচার চালানোর সময় সাতক্ষীরার তালা উপজেলায় আওয়ামী লীগ ও ‘বিদ্রোহী’ প্রার্থীর মধ্যে সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। তাঁদের সাতক্ষীরা ও খুলনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিয়া জানান, নৌকা প্রতীকের প্রণব ঘোষ বাবলু তালার হরিশ্চন্দ্রকাটি বাজারে রাতে গণসংযোগ করছিলেন। একই সময় প্রচার চালাচ্ছিলেন আনারস প্রতীকধারী স্বতন্ত্র প্রার্থী এস এম আজিজুর রহমান রাজু।
ওসি জানান, এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। তারা লাঠিসোটা নিয়ে এক পক্ষ আরেক পক্ষের ওপর ঝাঁপিয়ে পড়ে। এ সময় আওয়ামী লীগের প্রার্থী প্রণব ঘোষ বাবলু গুরুতর আহত হন। তাঁকে রতেই খুলনা সার্জিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
আহত অন্যরা হলেন জাভেদ আলী, নিমাই চন্দ্র, কামাল হোসেন, বাবুল হোসেন, কামরুল ইসলাম, আল আমিন, আবদুল করিম ও সিরাজুল ইসলাম। তাঁদের তালা ও সাতক্ষীরা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আরো জানান, ঘটনার পরই সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।