মানিকগঞ্জে আদালতে বোমা মারার হুমকি
মানিকগঞ্জের আদালতে বিচারকদের এজলাসে বোমা মারার হুমকি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জের পুলিশ সুপার বিধান ত্রিপুরার মুঠোফোনে খুদে বার্তা (এসএমএস) পাঠিয়ে এই হুমকি দেওয়া হয়।
জেলা পুলিশের বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার শাহীনুল আলম জানান, আজ সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ সুপার বিধান ত্রিপুরার মুঠোফোনে একটি এসএমএস আসে। এসএমএসে বলা হয়, বেলা ১১টায় আদালতের এজলাসে বোমা বিস্ফোরিত হবে। ওই এসএমএস পাওয়ার পর থেকে এজলাসের নিরাপত্তাব্যবস্থা জোরদার করে পুলিশ।
শাহীনুল আলম জানান, আদালত এলাকায় ও বিচারকদের এজলাসে পুলিশ তল্লাশি চালিয়েছে। এ সময় আদালতের কার্যক্রম বন্ধ ছিল। এ ছাড়া আদালত প্রাঙ্গণ থেকে সবাইকে সরিয়ে নেওয়া হয়। তবে দুপুর পর্যন্ত কোনো বোমা উদ্ধার বা বিস্ফোরণের ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।