নির্বাচনের আগ মুহূর্তে নলছিটির ওসি প্রত্যাহার
প্রশাসনিক কারণ দেখিয়ে ঝালকাঠির নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাকসুদুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহারের পর তাঁকে পুলিশ লাইনে নেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠির পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।
তবে পুলিশের একটি সূত্র জানিয়েছে, প্রথম ধাপে হতে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকার অভিযোগে নির্বাচন কমিশন থেকে অনুমতি নিয়ে ওসি মাকসুদকে প্রত্যাহার করা হয়েছে।
গত ২২ ফেব্রুয়ারি নলছিটি উপজেলা পরিষদে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও তাঁদের কর্মী-সমর্থকদের বাঁধায় মনোনয়নপত্র দাখিল করতে পারেননি বিএনপি মনোনীত এবং স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থীরা।
পুলিশের উপস্থিতিতে প্রার্থীদের মারধর করা হয়। এমনকি তাঁদের মনোনয়নপত্র ছিনিয়ে নিয়ে প্রকাশ্যে ছিড়ে ফেলারও অভিযোগ রয়েছে সরকারদলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে।
এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকার অভিযোগ উঠে নলছিটি থানার ওসি এস এম মাকসুদুর রহমানের বিরুদ্ধে।
তবে এসব অভিযোগ অস্বীকার করে ওসি মাকসুদুর রহমান দাবি করেন, পুলিশের নিয়মিত বদলির আওতায় প্রশাসনিক কারণেই তাঁকে প্রত্যাহার করা হয়েছে।