মুন্সীগঞ্জে ২২ প্রার্থীকে শোকজ
নির্বাচনী প্রচারে উত্তাল মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ১০টি ইউনিয়ন। আর প্রচারণার বিভিন্ন কৌশলের ফাঁকে প্রার্থীরা ভঙ্গ করে যাচ্ছেন আচরণবিধি।
বাড়ি বা শিক্ষাপ্রতিষ্ঠানের দেয়াল, দোকানের সাটার ও ল্যাম্পপোস্টে পোস্টার লাগানোর অভিযোগে এরই মধ্যে রসুনিয়া ও বাসাইল ইউনিয়নের ২২ প্রার্থীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ করা হয়েছে।
সিরাজদিখানের উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আফজাল আহম্মেদ এনটিভি অনলাইনকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।