আশুগঞ্জে চেয়ারম্যান পদপ্রার্থীর ওপর যুবলীগ নেতার হামলা
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফ উদ্দিনের ওপর প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় কয়েকজন আহত হয়।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় শরীফপুর ইউনিয়নের টঙ্গীপাড়া মসজিদের কাছে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে সাইফ উদ্দিন অভিযোগ করেন, প্রতিদিনের মতো আমি কর্মীদের নিয়ে শরীফপুর ইউনিয়নের লামা শরীফপুরে গণসংযোগে যাচ্ছিলাম। এ সময় উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহীনের নেতৃত্বে ১০-১২ জন টুঙ্গীপাড়া মসজিদের কাছে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়।
এ সময় সাইফ উদ্দিন, নোয়াব মিয়া, মো. আলা উদ্দিন, সুজনসহ ৫-৬ কর্মী আহত হয়।
সাইফ উদ্দিন বলেন, ‘আমি এ ব্যাপারে আশুগঞ্জ থানার পুলিশ ও উপজেলা নির্বাচন কর্মকর্তাকে জানিয়েছি।’
তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহিন বলেন, ‘সুজন নামের এক ছেলে মোটরসাইকেলে করে লালপুর যাচ্ছিল। এ সময় সাইফ উদ্দিন তার সিএনজিচালিত অটোরিকশা সুজনের মোটরসাইকেলের ওপর উঠিয়ে দেয় এবং সুজনকে মারধর করে। আমি বিষয়টি দেখে থামাতে গেলে সাইফ ও তাঁর লোকজন আমার লোকজনের ওপর হামলা করে। এ সময় আমাদের ৫-৬ আহত হয়।’
আশুগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, শরীফপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সাইফ উদ্দিনের ওপর হামলার বিষয়ে খবর পেয়েছি। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।