নেত্রকোনায় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৫
নেত্রকোনার মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের দেওসহিলা গ্রামে নির্বাচনী প্রচারের সময় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ । আজ বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ফতেপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী দেওয়ান মসরু ইয়ার চৌধুরী ও বিএনপির ‘বিদ্রোহী প্রার্থী’ নাজির আহম্মদ উল্লাসের সমর্থকরা নির্বাচনী প্রচার চালাচ্ছিল।
এ সময় ওয়ার্ড যুবলীগের সভাপতি জামালের সঙ্গে নাজির আহম্মদ উল্লাসের সমর্থক নান্টু চৌধুরীর কথা কাটাকাটি হয়। এরই জের ধরে দুই প্রার্থীর সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষকে ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়।
গুরুতর আহত মন্টন চৌধুরী (৫৪), আব্দুল হেকিম (৪০), মোজাম্মেল (২০), পালন মিয়া (৩৫), সাইরুল্লাহ (২৫) জামাল হোসেন (৩২), আব্দুল কাইয়ুম (১৮), হাইয়ুল (১৯), রোমান (১৬), রায়হান (১৮), রাসেল (২২) নুরুকুল (৪০), আকিব বেগকে (২৪) মদন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মদন থানার উপপরিদর্শক (এসআই) হাতেম আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে খসরু চৌধুরী (৪০), কাউছার চৌধুরীকে (২২) পুলিশ আটক করেছে।