খুলনায় আচরণবিধি লঙ্ঘণের দায়ে ১৬ প্রার্থীকে জরিমানা
খুলনায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘণের দায়ে ক্ষমতাসীন দলের একজন চেয়ারম্যান পদপ্রার্থী এবং ১৫ সাধারণ সদস্য পদপ্রার্থীকে জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ বিল্লাল হোসেন খান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১৬ প্রার্থীকে অর্থদণ্ড দেন। দণ্ডিতদের প্রত্যেকের কাছ থেকে এক হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়।
দণ্ডিতরা হলেন বটিয়াঘাটা উপজেলার বটিয়াঘাটা সদর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী নৌকা প্রতীকের সমীর কুমার সরকার, সদর ইউনিয়নের সদস্য পদপ্রার্থী আরতি বৈরাগী, বিউটি মণ্ডল, জামাল হাওলাদার, লিপিকা জোয়ারদার, বিবেক বিশ্বাস, নূর আলম, বুদ্ধদেব মণ্ডল, সবিতা রায়, অলোকেনা সরকার, সরস্বতী বৈরাগী, পপি তরফদার, শিউলী মিস্ত্রী, ফরিদ হোসেন, সুরখালি ইউনিয়নের সদস্য প্রার্থী লক্ষণ ও আব্দুল হাই।
বটিয়াঘাটা থানার পরিদর্শক (তদন্ত) এনামুল হক বলেন, আচরণবিধি লঙ্ঘণ করে দেয়ালে পোস্টার লাগানোর দায়ে তাদের অর্থদণ্ডাদেশ দেওয়া হয়েছে।