চট্টগ্রাম থেকে প্রতিযোগিতার অডিশন রাউন্ড শুরু
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চট্টগ্রাম থেকে শুরু হয়েছে পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতার অডিশন রাউন্ড। বিপুলসংখ্যক প্রতিযোগী থেকে বাছাই করে ছয়জন প্রতিযোগীকে ইয়েস কার্ড দিয়েছেন বিচারকরা।
আগামী ১ রমজান থেকে বৃহৎ এ প্রতিযোগিতা প্রচারিত হবে এনটিভিতে।
বৃহস্পতিবার হালিশহরের বর্ডার গার্ড বাংলাদেশ মাঠে অনুষ্ঠিত হয় চট্টগ্রাম অঞ্চলের এ বাছাই প্রতিযোগিতা। মাদ্রাসা শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে এই মাঠ। প্রতিভার সন্ধানে অষ্টমবারের মতো আয়োজিত এ প্রতিযোগিতায় চার হাফেজে কোরআন শিক্ষার্থী ইয়েস কার্ড লাভ করেন। তাঁদের সুললিত কণ্ঠ অনেকের বিস্ময় সৃষ্টি হয়।
আয়োজকরা জানিয়েছেন, এবারের প্রতিযোগিতা মালয়েশিয়ায় উদ্বোধন হলেও দেশের মধ্যে চট্টগ্রাম থেকে প্রথম অডিশন পর্ব শুরু হয়েছে। আজ শুক্রবার কুমিল্লা হয়ে দেশের নানা প্রান্ত থেকে তুলে আনা হবে কোরআনের হাফেজদের।
কোরআনের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা মো ইউসুফ বলেন, তাঁরা এ প্রতিযোগিতায় ব্যাপক সাড়া পেয়েছেন।
কোরআনের আলো প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীকে তিন লাখ টাকা, দ্বিতীয় স্থান অধিকারীকে দুই লাখ টাকা, তৃতীয় স্থান বিজয়ীকে এক লাখ টাকা, নানা পুরস্কার ছাড়াও মক্কা ও মদিনায় জেয়ারত করার সুযোগ পাবেন।