রায়গঞ্জে বিএনপি সমর্থিত প্রার্থীর প্রচারে বাধা
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থীর প্রচার মাইকে বাধা ও প্রচারকারী ভ্যান শ্রমিককে চর-থাপড় দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ইউনিয়নের বেংনাই হাটে এ ঘটনা ঘটে।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি খায়রুল ইসলাম জানান, পাঙ্গাসী ইউনিয়ন পরিষদে (ইউপি) বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মজিবর রহমান মল্লিকের একটি প্রচার মাইক বৃহস্পতিবার সন্ধ্যায় বেংনাই হাটে গেলে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আবদুস সালাম বাধা দেন। তিনি প্রচারকারী ভ্যান শ্রমিক আবুল কাশেমকে চর-থাপড় দেন। এ ছাড়াও অশ্লীল ভাষায় গালিগালাজ করেন।
তবে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আবদুস সালাম মারপিটের বিষয়টি অস্বীকার করে বলেন, ‘সন্ধ্যার আগে বেংনাই হাটে বিএনপি প্রার্থীর সমর্থকরা মিছিল করে নৌকা প্রতীকের প্রচার মাইক ব্যবহারকারীকে গালমন্দ করে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি। এ সময় বিএনপির প্রচার মাইকওয়ালাকে শুধু জিজ্ঞেস করা হয়েছিল নৌকা প্রতীকের মাইক ব্যবহারকারীকে গালিগালাজ করেছে কারা। এর বেশি কিছু বলা হয়নি।’