পিরোজপুরে নির্বাচনী সহিংসতায় দুজন আহত
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার কুড়িয়ানা বাজারে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর কর্মীদের হামলায় বিএনপি সমর্থিত প্রার্থীর দুই কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ওই সময় বিএনপির কর্মীদের বহনকারী মোটরসাইকেল ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ পাওয়া গেছে।
আহত দুজন হলেন রাসেল ও সুমন। তাঁদের স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আটঘরকুড়িয়ানা ইউনিয়নের বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন ২০-২৫টি মোটরসাইকেল নিয়ে আটঘর এলাকা থেকে তাঁর নির্বাচনী অফিস মাহামুদকাঠিতে যাচ্ছিলেন। এ সময় তাঁর বহরের দুটি মোটরসাইকেল পেছনে পড়ে যায়। ওই দুই মোটরসাইকেলের একটিতে থাকা বিএনপির দুই কর্মী কুড়িয়ানা বাজারের কাছে এলে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর কর্মীরা তাঁদের ওপর হামলা চালায়। এ সময় তাঁদের বহনকারী মোটরসাইকেলটি ভাঙচুর চালানো হয়।
তবে ওই ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শেখর কুমার সিকদারের অভিযোগ, তাঁর প্রতিপক্ষ বিএনপি সমর্থিত প্রার্থী জাকির হোসেন ২০-২৫টি মোটরসাইকেলের বহর নিয়ে কুড়িয়ানা বাজারের কাছে মুসলিমপাড়ায় তাঁর (শেখর) নির্বাচনী অফিসে ঢুকে ব্যানার ছিঁড়ে ফেলে। একই সঙ্গে জাকিরের কর্মীরা আসবাব তছনছ করে। এ ছাড়া সোহেল নামের শেখরের এক কর্মীকে মারধর করে আহত করা হয়।
তবে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল ইসলাম মুনির জানান, সংঘর্ষের কোনো ঘটনা ঘটেনি। দুই পক্ষ হাজির হলে পুলিশ তাঁদের সেখান থেকে সরিয়ে দেয়।