হিলি সীমান্তে মৃগ নাভি, ফেনসিডিল জব্দ
দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা থেকে পৃথক দুটি অভিযানে ১০ পিস মৃগ নাভি (কস্তুরি), ফেনসিডিলসহ একটি মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শনিবার সকালে ও গতকাল শুক্রবার রাতে এগুলো জব্দ করা হয়।
বিজিবির হিলি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আবদুল মান্নান জানান, আজ সকাল ৬টার দিকে সিপি ক্যাম্পের হাবিলদার আবু হানিফের নেতৃত্বে বিজিবির সদস্যরা সীমান্তবর্তী মাঝিনা গ্রামসংলগ্ন এলাকায় একটি মোটরসাইকেলকে ধাওয়া করেন। ওই সময় মোটরসাইকেলের আরোহী পালিয়ে যায়। পরে মোটরসাইকেলে বাঁধা অবস্থায় ১২১ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
এর আগে শুক্রবার রাতে হাবিলদার আসলাম হোসেনের নেতৃত্বে বিজিবির সদস্যরা মধ্য বাসুদেবপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ১০ পিস মৃগ নাভি (কস্তুরি) জব্দ করেন।